জান্নাতি ২০ সাহাবীর নাম জেনে নিন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কিছু সাহাবীদের নাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এজন্য আপনি যদি জান্নাতি ২০ সাহাবীর নাম এবং শ্রেষ্ঠ সাহাবীদের নাম জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
জান্নাতি ২০ সাহাবীর নাম

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই জান্নাতি সাহাবীদের নামের তালিকা সম্পর্কে জানতে আমাদের এই পোস্টটি ওপেন করেছেন। এজন্য আমার এই আর্টিকেলে আপনাকে জানাই সুস্বাগতম। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনি জান্নাতি ২০ সাহাবীর নাম ছাড়াও শ্রেষ্ঠ সাহাবীদের নাম, শহীদ সাহাবীদের নাম, পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ জানানোর চেষ্টা করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ভূমিকা

ইসলাম ধর্মের সাহাবী দ্বারা মানবদেহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী, সঙ্গী বা সহচরদের নির্দেশ করে। সাহাবী শব্দটি এক ধরনের আরবি শব্দ। সাহাবী শব্দের আভিধানিক অর্থ হলো বন্ধু, সাথী, সঙ্গী, অনুসারী। ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে যে সকল সাথী, সঙ্গী ঈমান অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতেই ইন্তেকাল করেছিলেন তাদেরকে সাহাবী বলে আখ্যা করা হয়।

সাহাবীগণের সংখ্যা লক্ষাধিক এর মত হবে। এই সাহাবীদের নবী-রাসূলগণের পরই তাদের মর্যাদা। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে এমন কিছু সাহাবীর নাম জানব যারা কিনা জীবিত অবস্থায় এই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর্টিকেলে আরো জানানো হবে শহীদি মৃত্যুবরণ করেছেন এমন সকল সাহাবীদের নাম। এজন্য অবশ্যই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

শ্রেষ্ঠ সাহাবীদের নাম

এ পৃথিবীতে প্রায় সকল নবী রাসূলগণের এ সাহাবীগণ বিদ্যমান ছিল। আর এই সাহাবীগণদের সংখ্যা প্রায় লক্ষাধিকেরও বেশি হবে । আর এই নক্ষাধিক সাহাবীগণদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে গণ্য করা হয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীগণকে। এই সাহাবীদের নবী-রাসূলগণের পরই তাদের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন।

আল্লাহতালা নবী রাসূলগণের পর সমস্ত বিশ্ব ভুমন্ডলে আমার সাহাবীগণকে মনোনীত করেছেন।(সূত্রঃ মাকামে সাহাবী, পৃষ্ঠা-৬০) এই লক্ষাদির সাহাবী গন্ধের মধ্যে আবার কিছু শ্রেষ্ঠ সাহাবীগণ রয়েছে যারা কিনা পৃথিবীতে জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আর এই কারণে এই সাহাবীগণদেরকে জান্নাতি সাহাবী নামেও বলা হয়। ইসলামে এই সাহাবী দের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি রয়েছে।

এখন আমরা এই আর্ট ফিল্মের মাধ্যমে জানবো শ্রেষ্ঠ সাহাবীদের ১০ জন সাহাবীর নাম। যারা কিনা হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অনেক প্রিয় ছিলেন। তারা সবসময় নবীর আপদে-বিপদে কাছে ছিলেন এবং যদি কোন যুদ্ধ সংঘটিত হতো তারা নির্দ্বিধায় সে যুদ্ধে জন্য প্রস্তুত থাকতো। নিজেদের সব কিছুর বিনিময় এর চেয়েও রাসূলকে বেশি ভালবাসতেন। এছাড়াও রাসূলের সব কথা মেনে চলতেন।

আর এরই কারণে আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল (আঃ) এর মাধ্যমে রাসুলের নিকট তাদের জান্নাত লাভের সুসংবাদটি পৌঁছে দেন। জান্নাত লাভ করার সুসংবাদ পেয়েও সেই সাহাবীগণ তাদের নিজেদের গুনাহ মাফের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নিকট ক্ষমতা প্রার্থনা করে গিয়েছিলেন। নিচে সেই দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের নাম দেওয়া হল।
  1. হযরত আবু বকর (রাঃ)
  2. হযরত ওমর (রাঃ)
  3. হযরত উসমান (রাঃ)
  4. হযরত আলী (রাঃ)
  5. হযরত যুবায়ের (রাঃ)
  6. হযরত তালহা (রাঃ)
  7. হযরত সা’দ (রাঃ)
  8. হযরত সাইদ (রাঃ)
  9. হযরত আবু উবাইদাহ (রাঃ)
  10. হযরত আব্দুর রহমান (রাঃ)

শহীদ সাহাবীদের নাম

ইসলামে নানা যুদ্ধে অনেক সাহাবীগণ শহীদি মৃত্যুবরণ করেছেন। এজন্য শহীদ সাহাবীদের নির্দিষ্ট তালিকা নির্ণয় করা বড়ই কষ্টকর। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে নামের ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের নামের তালিকা তুলে ধরার চেষ্টা করব। নিচে শহীদ সাহাবীদের নামের তালিকা গুলো তুলে ধরা হলো -
  1. হযরত হারেস বিন আউস
  2. হযরত হারেস বিন আনাস
  3. হযরত আব্বাদ বিন বিশর
  4. হযরত সালামা বিন সাবেত
  5. হযরত হারেস বিন খাযামা
  6. মুহাম্মাদ বিন মাসলামা
  7. হযরত সালামা বিন আসলাম
  8. হযরত উবায়েদ বিন তাইয়িহান
  9. হযরত কাতাদা বিন নোমান
  10. হযরত উবায়েদ বিন আউস
  11. হযরত নসর বিন হারেস
  12. হযরত আব্দুল্লাহ্ বিন তারেক
  13. হযরত আবু আব্স বিন জব্র
  14. হযরত আবু বুরদাহ্ হানী বিন নিয়্যার
  15. হযরত আসেম বিন সাবেত
  16. হযরত মুআত্তিব বিন কুশাইর
  17. হযরত আমর বিন মা’বাদ
  18. হযরত সাহল বিন হুনাইফ
  19. হযরত মুবাশশির বিন আব্দুল মুনযির
  20. হযরত রিফাআ বিন আ. মুনযির
  21. হযরত খুনাইস বিন হুযাফা
  22. হযরত আবু সাবরা কুরাইশী
  23. হযরত আব্দুল্লাহ্ বিন সালামা
  24. হযরত আব্দুল্লাহ্ বিন সুহাইল
  25. হযরত সা’দ বিন মুআয
  26. হযরত উমায়ের বিন আউফ
  27. হযরত আমের বিন সালামা
  28. হযরত ছফওয়ান বিন ওহাব
  29. হযরত ইয়ায বিন বুকাইর
  30. হযরত সা’দ বিন উবায়েদ
  31. হযরত উওয়াইম বিন সায়েদাহ
  32. হযরত রাফে বিন আনজাদা
  33. হযরত উবায়েদ বিন আবুউবয়েদ
  34. হযরত সা’লাবা বিন হাতেব
  35. হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির
  36. হযরত হারেস বিন হাতেব
  37. হযরত আসেম বিন আদী
  38. হযরত আনাছ বিন কাতাদা
  39. হযরত মাআন বিন আদী
  40. হযরত সাবেত বিন আকরাম
  41. হযরত আব্দুল্লাহ্ বিন সাহল
  42. হযরত যায়েদ বিন আসলাম
  43. হযরত রিব্য়ী বিনরাফে’
  44. হযরত সা’দ বিন যায়েদ
  45. হযরত সালমা বিন সালামা
  46. হযরত আব্দুল্লাহ্ বিন যায়েদ
  47. হযরত আসেম বিন কায়েস
  48. হযরত আবুস্ সয়্যাহ বিন নোমান
  49. হযরত আবু হাব্বাহ বিন আমর
  50. হযরত হারেস বিন নোমান
  51. হযরত খাওয়াত বিন যুবাইর
  52. হযরত মুনযির বিন মুহাম্মদ
  53. হযরত আবু আকীল আব্দুর রহমান
  54. হযরত আবু দুজানা
  55. হযরত সা’দ বিন খায়সামা
  56. হযরত মুনযির বিন কুদামা
  57. হযরত মালেক বিন কুদামা
  58. হযরত হারেস বিন আরফাজা
  59. হযরত জাবির ইবনে আবদুল্লাহ
  60. হযরত মালেক বিন নুমায়লা
  61. হযরত খারেজা বিন যায়েদ
  62. হযরত সা’দ বিন রবী’
  63. হযরত আব্দুল্লাহ্ বিন রাওয়াহা
  64. হযরত বশির বিন সা’দ
  65. হযরত সিমাক বিন সা’দ
  66. হযরত সুবাঈ বিন কায়েস
  67. হযরত আব্বাদ বিন কায়েস
  68. হযরত ইয়াযিদ বিন হারেস
  69. হযরত খোবায়ের বিন য়াসাফ
  70. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েস
  71. হযরত হারিস বিন যিয়াদ
  72. হযরত তামিম বিন ইয়ু'আর
  73. হযরত আব্দুল্লাহ্ বিন উমায়ের
  74. হযরত যায়েদ বিন মুযাইন
  75. হযরত আব্দুল্লাহ্ বিন উরফুতাহ্
  76. হযরত আব্দুল্লাহ্ বিন রবী’
  77. হযরত আব্দুল্লাহ্ বিন আব্দুল্লাহ্
  78. হযরত আউস বিন খাওলা
  79. হযরত যায়েদ বিন উবায়েদ
  80. হযরত উকবাহ বিন ওহাব
  81. . হযরত রিফাআহ বিন আমর
  82. হযরত উসায়ের বিন আসর
  83. হযরত মা’বাদ বিন আব্বাদ
  84. হযরত আমের বিন বুকাইর
  85. হযরত নওফল বিন আব্দুল্লাহ্
  86. হযরত উবাদা বিন সামেত
  87. হযরত নোমান বিন মালেক
  88. . হযরত সাবেত বিন হায্যাল
  89. হযরত মালেক বিন দুখশুম
  90. হযরত রবী’ বিন ইয়াস
  91. হযরত ওয়ারাকা বিন ইয়াস
  92. হযরত আমর বিন ইয়াস
  93. হযরত আমর বিন কায়েস
  94. হযরত ফাকেহ বিন বিশর
  95. হযরত নওফল বিন সা’লাবা
  96. হযরত আব্দুল্লাহ্ বিন সা’লাবা
  97. হযরত মুনযির বিন আমর
  98. হযরত আবু উসায়েদ মালেক
  99. হযরত মালেক বিন মাসউদ
  100. হযরত আবদে রাব্বিহি
সূত্রঃ উইকিপিডিয়া

জান্নাতি ২০ সাহাবীর নাম

আমাদের মাঝে অনেকেই জান্নাতি ২০ সাহাবীর নাম সম্পর্কে জানেন না। আজ আমরা এই অংশে জানাবো জান্নাতে 20 জন সাহাবীর নাম। এই ২০ জনের মধ্যে দশজন যারা কিনা পৃথিবীতে জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই চলুন দেরি না করে জেনে নেয়া যাক।
  1. হযরত আবু বকর (রাঃ)
  2. হযরত ওমর (রাঃ)
  3. হযরত উসমান (রাঃ)
  4. হযরত আলী (রাঃ)
  5. হযরত যুবায়ের (রাঃ)
  6. হযরত তালহা (রাঃ)
  7. হযরত সা’দ (রাঃ)
  8. হযরত সাইদ (রাঃ)
  9. হযরত আবু উবাইদাহ (রাঃ)
  10. হযরত আব্দুর রহমান (রাঃ)
  11. হযরত জিয়াদ বিন হারিদ (রাঃ)
  12. হযরত হামজা (রাঃ)
  13. হযরত মালেক বিন আমর (রাঃ)
  14. হযরত সাইব বিন উসমান (রাঃ)
  15. হযরত আবু হুরাইরা (রাঃ)
  16. উসমান ইবনে আফফান
  17. হযরত উরওয়া বিন মাসুদ (রাঃ)
  18. হযরত বিনুল যাররাহ (রাঃ)
  19. হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব (রাঃ)
  20. হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাঃ)

শেষ কথা

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীদের নামে তালিকা। এছাড়াও এই আর্টিকেলের মাধ্যমে আরো জানানো হয়েছে শ্রেষ্ঠ সাহাবীদের নামের তালিকা, শহীদ সাহাবীদের নামের তালিকাসহ আরো নারা কিছু। আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url