কিবোর্ডের F বাটনের কাজ সমূহ - সকল কীবোর্ড শর্টকাট

বর্তমান যুগে সকলেই কম বেশি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন। তবে কম্পিউটার বা ল্যাপটপে কিবোর্ড এর কিছু শর্টকাট কাজ রয়েছে। আজকের পোস্টটিতে আমরা কিবোর্ডের F বাটনের কাজ সমূহ সম্পর্কে জানতে পারবো। ফলে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে কিবোর্ডের F বাটনের কাজ সমূহ ও সকল কীবোর্ড শর্টকাট কাজ করতে পারবেন।
কিবোর্ডের F বাটনের কাজ সমূহ - সকল কীবোর্ড শর্টকাট
আমরা আজকের আর্টিকেলটিতে কিবোর্ডে বাটনের কাজসমূহ ছাড়াও কিবোর্ডের আরো কিছু শর্টকাট সম্পর্কে আলোচনা করব। তাই জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

ভূমিকাঃ কম্পিউটার কিবোর্ড শর্টকাট

আমরা কম বেশি সকলেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তবে আমাদের অনেকে কম্পিউটারে কাজগুলো দ্রুত করার জন্য কিবোর্ড শর্টকাট ব্যবহার করে থাকে। এই শর্টকাট গুলো কি তা অনেকেই জানে না। কম্পিউটার বা ল্যাপটপের এই শর্টকাট গুলো ব্যবহার করে আপনারা যে কোন কমান্ড দ্রুত করতে পারবেন। আপনাকে আর কোন কাজ করার জন্য সেটিংস খোঁজার প্রয়োজন পড়বে না। তাই আপনাদের কম্পিউটার কিবোর্ডের কিছু শর্টকাট জেনে রাখা উচিত।

কিবোর্ডের F বাটনের কাজ সমূহ 

আপনারা এখন কিবোর্ডের F বাটনের কাজ সমূহ সম্পর্কে জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কিবোর্ডের F বাটনের কাজ সমূহ।
  • F1 এই কিবোর্ড শর্টকাটটি প্রায় সকল প্রোগ্রামের জন্য Help Screen খুলে দিয়ে থাকে।
  • F2 এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে সিলেক্টেড ফাইল অথবা ফোল্ডার rename করা যায়।
  • F3 এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে যেকোনো ভিজিট করা ওয়েবসাইটের সার্চ অপশন চলে আসবে।
  • F4 এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে Alt + F4 চাপলে active window বন্ধ করা সহ উইন্ডোজ shutdown করা যায়।
  • F5  এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে  পেজ অথবা উইন্ডো ডকুমেন্ট refresh/reload করা যায়।
  • F6  এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে Mouse cursor ইন্টারনেট ব্রাউজারের অ্যাডড্রেস বার-এ চলে যাবে।
  • F7 এটি ওয়ার্ড ফাইলের spell check এবং grammar check করতে ব্যবহৃত হয়।
  • F8 উইন্ডোজের বুট মেন্যুতে এক্সেস করতে এই বাটন ব্যবহার করা হয়।
  • F9 ডকুমেন্ট রিফ্রেশ ও মাইক্রোসফট আউটলুকে মেইল পাঠানো ও রিসিডের কাজে ব্যবহার হয়।
  • F10  এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে মাউসের রাইট ক্লিক এর পরিবর্তে shift+F10 চেপে কাজ সারতে পারেন।
  • F11 যে কোন ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ইন-আউটে F11 বাটন কাজ করে।
  • F12 মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করা যায়।

কম্পিউটার কিবোর্ড শর্টকাট

আপনার এখন কম্পিউটার কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে পারবেন।কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কম্পিউটার কিবোর্ড শর্টকাট সম্পর্কে।
  • Ctrl+D ওয়েবসাইটগুলিতে বুকমার্ক যোগ করতে ব্যবহৃত হয়।
  •   Ctrl+J ব্রাউজারে ডাউনলোড করা ফাইল প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
  •   Ctrl+N ব্রাউজারে একটি নতুন টেবিল খোলে।
  •   Ctrl+P যেকোনো ওয়েব পেজ প্রিন্ট করতে ব্যবহৃত হয়।
  •   Ctrl+T একটি নতুন ট্যাব খোলে।
  •   খোলা ট্যাবগুলি বন্ধ করতে Ctrl+W ব্যবহার করা হয়।
  •   পৃষ্ঠাটি পুনরায় লোড করতে F5 টিপুন।
  •  Ctrl+Shift+B সেই ওয়েবসাইটগুলি প্রদর্শন করে যা আপনি আপনার পছন্দের তালিকায় যুক্ত       করেছেন। ব্যবহার করুন।
  •   খোলা ট্যাবগুলির মধ্যে দ্রুত স্যুইচ করতে Ctrl+Tab।
  •   Ctrl+Shift+T একটি বন্ধ ট্যাবে ফিরে আসে।
  •   Ctrl+Shift+Del ব্রাউজিং ইতিহাস সাফ করতে ব্যবহৃত হয়।
  •   ফিরে আসতে Alt+বাম তীর ব্যবহার করুন।
  •   এগিয়ে যেতে Ctrl+ডান তীর।
  •   পৃষ্ঠাটি লোড হওয়ার পরে লোড হওয়া বন্ধ করতে ESC ব্যবহার করা হয়।
  •  Win+D উইন্ডোজে খোলা প্রোগ্রাম দেখাতে/লুকানোর জন্য ব্যবহার করা হয়।
  •   Win+E ফাইল এক্সপ্লোরার খোলে।
  •   রান প্রোগ্রাম খুলতে Win+R ব্যবহার করা হয়।
  •   Win+M সব ধরনের ফাইল মিনিমাইজ করতে ব্যবহার করা হয়।
  •   Win+Tab টাস্ক ভিউ খোলে
  •   Win+Up arrow key একটি খোলা ফাইলকে সর্বাধিক করার জন্য ব্যবহার করা হয়। দ্য
  •   Win+Pause কী সিস্টেম প্রোপার্টিজ ডায়ালগ বক্স খোলে।
  •   খোলা প্রোগ্রাম নির্বাচন করতে Alt+Tab ব্যবহার করা হয়।
  •   Ctrl+Shift+Esc টাস্ক ম্যানেজার খোলে।
  •   Ctrl+Esc স্টার্ট মেনু খোলে।
  •   একটি চলমান প্রোগ্রাম বন্ধ করতে Alt+F4 ব্যবহার করা হয়।

শেষ কথা

আশা করছি আপনারা কিবোর্ডের সকল শর্টকাট সম্পর্কে ধারণা পেয়েছেন। এছাড়া আরো জানতে পেরেছেন কিবোর্ডের F বাটনের কাজ সমূহ এবং কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট সম্পর্কে জানতে পারলেন। আপনারা যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টটি পরিচিতদের সঙ্গে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url